সিরিয়ার ইদলিব শহরে একটি ভবনে বিস্ফোরণে
১২ শিশুসহ ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন
বেশ কজন। রোববার বিস্ফোরণের পর এখনো
অনেকে নিখোঁজ রয়েছেন। বিবিসি অনলাইনের
এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইদলিব শহরটি
সিরিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত বিদ্রোহী
নিয়ন্ত্রিত এলাকা। সারমাদা শহরের ওই ভবনটি
একটি অস্ত্রের গুদাম বলে ধারণা করা হচ্ছে।
এর মালিক অস্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত বলেও
মনে করা হচ্ছে। তবে কে বা কারা ভবনটিতে
হামলা করেছে কিংবা বিস্ফোরণের কারণ কী,
তা এখনো জানা যায়নি।
ইদলিব শহরটি সিরিয়ার বিদ্রোহীদের দখলে
থাকায় শহরটি সিরিয়ান সেনাদের পরবর্তী
হামলার লক্ষ্য হতে পারে।

0 Comments