চলচ্চিত্রে তারকা অভিনেতা শাকিব খানের সঙ্গে
জুটি বাঁধছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নতুন
কাজের ভাবনায় রোমাঞ্চিত এই নায়িকা শনিবার
মুখোমুখি হলেন গ্লিটজের।
গ্লিটজ: ইতোমধ্যে শাহেনশাহ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ
হয়েছেন। অভিনয়ের জন্য নিজেকে কীভাবে তৈরি
করছেন?
নুসরাত ফারিয়া: আসলে আমি এখনও পাণ্ডুলিপি
পাইনি। আমাদের হাতে অনেক সময় আছে। ছবির শুটিং
শুরু হবে ২৮ অগাস্টের দিকে।
গ্লিটজ: আপনার চরিত্র কী হবে তা জেনেছেন
নিশ্চয়ই?
নুসরাত ফারিয়া: তা তো অবশ্যই। কিন্তু চরিত্র নিয়ে
বলার ক্ষেত্রে প্রোডাকশন হাউজ থেকে একটু মানা
আছে। পরিচালকও অনুরোধ করেছেন এখনই কিছু না
বলতে।
গ্লিটজ: প্রথমবারের মতো অভিনয় করছেন তারকা
অভিনেতা শাকিব খানের সঙ্গে। কেমন লাগছে?
নুসরাত ফারিয়া: আমি এক্সাইটেড। পারফরমেন্সের
দিক থেকে ভয় কাজ করছে। শত শত ছবিতে কাজ করার
অভিজ্ঞতা আছে উনার। আমার মাত্র আটটা সিনেমায়
কাজের অভিজ্ঞতা। তবে আশা করছি, তার সঙ্গে
পাল্লা দিয়েই অভিনয় করব।
গ্লিটজ: জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আপনার পাঁচ
বছরের চুক্তি। তিন বছরের মাথায় আরেকটি
প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় চুক্তিবদ্ধ
হওয়ায় কোনো ঝুঁকি দেখছেন?
নুসরাত ফারিয়া: জাজের সঙ্গে চুক্তি আছে। চুক্তিতে
কোথাও নেই যে আমি বাইরের প্রযোজনা প্রতিষ্ঠানে
কাজ করতে পারব না। আমাকে জাজ মাল্টিমিডিয়া
সেই স্বাধীনতা সবসময়ই দিয়েছে।
গ্লিটজ: শোনা যায়, ‘শাহেনশাহ’র প্রযোজনার
প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে জাজ
মাল্টিমিডিয়ার সাপে-নেউলে সম্পর্ক।
নুসরাত ফারিয়া: এ ব্যাপরটা জানি না। আমার কাজ
শুধু সিনেমাকে ঘিরে। অনেকের সঙ্গে অনেকের অনেক
ধরনের সম্পর্ক থাকতে পারে। এটা তাদের ব্যক্তিগত
ব্যাপার। আমার জায়গা থেকে আমি চাই কাজটা
ভালোভাবে করব। আসলে অনেকেই অনেক কথা বলবে,
সেগুলো নিলে কাজ করাটা কঠিন।
গ্লিটজ: ‘শাহেনশাহ’ বাদে আর কোনো কাজ আছে
হাতে?
নুসরাত ফারিয়া: আমার আগের বছরগুলো খেয়াল করলে
দেখবেন, অল্প কিছু কাজ করেছি। এতে কাজে
মনোযোগ থাকে; কাজটাও ভিন্নমাত্রা পায়।
গ্লিটজ: যৌথ প্রযোজনার পাশাপাশি দেশীয়
চলচ্চিত্রেও কাজ করেছেন আপনি। দুই দেশের
কাজের পার্থক্য কেমন দেখেছেন?
নুসরাত ফারিয়া: আমি এখানেও কাজ দেখেছি,
ওখানেও করেছি। কাজের মান নির্ভর করে নির্মাতার
উপর। আমি কৃতজ্ঞ যে বাংলাদেশি যে ডিরেক্টরের
সঙ্গে কাজ করেছি তিনি ভালোভাবে আমাকে
পোট্রে করেছেন। বাংলাদেশের কাজের মান এখন খুবই
ভালো। এখন আর তুলনা করাই যায় না।
বাংলাদেশি প্রোডাকশনের গান আর যৌথ প্রযোজনার
সিনেমার গান অনেকটা একই ধরনের। এখন আমরা আর
পিছিয়ে নেই। আমাদের চিত্রনাট্য আর টেকনোলজি
নিয়ে কাজ করতে হবে।
গ্লিটজ: মিউজিক ভিডিও পটাকায় গেয়ে বেশ
আলোচিত হয়েছেন। সামনে আর কোনো গানে
আপনাকে দেখা যাবে?
নুসরাত ফারিয়া: এই মুহূর্তে হয়তো না। (হাসি) মে বি
নেক্সট ইয়ার… অথবা… আমি জানি না। একটু চমকপ্রদ
কনটেন্ট পেলে হয়ত করব। তবে এই ধরনের কনটেন্ট বের
করাটাও কঠিন।
গ্লিটজ: চলচ্চিত্রের ক্যারিয়ার নিয়ে আপনার
পরিকল্পনা বলবেন?
নুসরাত ফারিয়া: ধীর গতিতে এগোতে চাই। কারণ
আমার পড়াশোনা চলছে। আমার তাড়াহুড়া নেই।

0 Comments