কাল কাঁ-এর বিপক্ষে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু
করল পিএসজি। আর দলের হয়ে প্রথম গোল করলেন
নেইমার। গোল করেছেন জর্জ উইয়্যাহর ছেলে টিমোথিও।
নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে পিএসজি
লিওনেল মেসির ছায়া থেকে বেরোতে গিয়ে
কিলিয়ান এমবাপ্পের ছায়া ঢাকা পড়তে
বসেছেন নেইমার! এই সেদিনও ছিল এমন
আলোচনা। গত বিশ্বকাপে তাঁকে ঘিরে বিতর্ক,
ব্রাজিলকে প্রত্যাশিত ফলাফল এনে দিতে
ব্যর্থ হওয়া; অন্যদিকে এমবাপ্পের আলো
ছড়ানো...পিএসজির একক রাজত্ব নেইমারে আর
থাকবে না বলেই ঘোষণা করেছিলেন ফুটবল
বিশেষজ্ঞেরা। কিন্তু নেইমারের জবাব দিতে
সময় লাগল মাত্র ১০ মিনিট।
কাল ফ্রেঞ্চ লিগে নিজেদের প্রথম ম্যাচে কাঁ-
এর মুখোমুখি হয়েছিল পিএসজি। বহুল আলোচিত
দলবদল ঘটিয়ে গতবার বার্সেলোনা ছাড়া
নেইমার লিগে ২০ ম্যাচে করেছিলেন ১৯ গোল।
এবার শুধু নিজের নয়, পিএসজিরও গোলের খাতা
খুললেন এই ব্রাজিল তারকা। কাঁ গোলরক্ষক
ব্রাইস সাম্বার বাজে ক্লিয়ারেন্সের সুযোগে
বল পেয়ে গিয়েছিলেন ক্রিস্টোফার এনকুনকু।
তিনি বল বাড়ান নেইমারের দিকে। নেইমার ভুল
করেননি বল জালে পাঠাতে।
বিদ্যুৎ ঝলকের পাল্টা আক্রমণে ৩৫ মিনিটে ২-০
করে পিএসজি। অ্যাঙ্গেল ডি মারিয়া তাতে
মূল ভূমিকা পালন করেন। নিজে গোলের সুযোগ
পেয়েও বল বাড়ান আদ্রিয়েন র্যাবিয়টের
দিকে। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৮৯
মিনিটে গোল করেন টিমোথি উইয়্যাহ।
কিংবদন্তি ফুটবলার জর্জ উইয়্যাহর ছেলে এই
প্রথম পেশাদার ক্যারিয়ারে লিগে গোল
করলেন। গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপে
সিনিয়র ক্যারিয়ারে প্রথম গোলটি
করেছিলেন। টানা দুই ম্যাচে গোল...বাবার নাম
রাখবেন বলেই মনে হচ্ছে ১৮ বছর বয়সী এই
ফরোয়ার্ড! নেইমারেরই বদলি হিসেবে
নেমেছিলেন ৮২ মিনিটে। সুযোগ পেতেই
জানিয়ে দিলেন, তাঁর ওপর ভরসা রাখা যায়।
পিএসজির ৩-০ গোলের এই জয়ে আরেকটি বড়
খবর ফরাসি ক্লাবটির হয়ে জিজি বুফনের
অভিষেক। জুভেন্টাসে দীর্ঘ অধ্যায় পেছনে
ফেলে আসা বুফন ৪০ বছর বয়সেও নিজের জাদু
দেখিয়েছেন কাল। দুর্দান্ত এক সেভ করে
বুঝিয়ে দিয়েছেন, এখনো কত ভেলকি দেখানোর
বাকি আছে তাঁর।
বিশ্বকাপ জয়ের বিলম্বিত উদ্যাপনের কারণে
দেরিতে ক্লাবে যোগ দিয়েছেন এমবাপ্পে।
তাই এই ম্যাচের দলে ছিলেন না এ ফরাসি তরুণ।
ছিলেন না এডিনসন কাভানিও। কিন্তু
পিএসজির ভাঁড়ারে এখন এত এত অস্ত্র!

0 Comments